Print

Rupantor Protidin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কেশবপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ওই শহীদি মার্চ কর্মসূচির আয়োজন করা হয়।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে শহীদি মার্চ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা শহরে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্রাট হোসেন, মিরাজ বিশ্বাস, বাধন, রাসেল, জুয়েল, জাহিদ, মিশাদ সরদার, শাওন, আনোয়ার, মামুন, মাহিন, প্রিন্স, রোহিত, মুনিম, রাহাত, শাহেদ, আশিক, ফরিন, পায়েল সাহা, সোহাগী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও অংশ নেন।