Print

Rupantor Protidin

কেশবপুরে জলাবদ্ধ ২‘শ পরিবারে ত্রাণ দিল স্বেচ্ছাসেবীরা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুরে বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানিতে জলাবদ্ধ হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকার ২০০ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, আল আমিন বিশ্বাস, বিশ্বাস জাহিদ হাসান, শেখ মাহিদুল হাসান, তুহিন রেজা, রনি ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল হাসান, সাজু, রাসেল, সজল, নয়ন হোসেন, আজমুল, আব্দুল্লাহ, আবিদ হাসান, কামরুজ্জামান রাজু প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও তেল দেওয়া হয়। পৌরসভার জলাবদ্ধ এলাকার মানুষেরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন।

এর আগে গত শুক্রবার স্বেচ্ছাসেবীরা পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।