Print

Rupantor Protidin

পাইকগাছার ভাঙ্গন কবলিত এলাকায় বিনামূল্যে ধানের বীজ বিতর

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৪ , ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক অতি বৃষ্টি ও নদী ভাঙ্গনে ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ দেলুটি ইউপির কৃষকদের উফশী রোপা আমন ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায়-বিনামূল্যে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

শনিবার সকালে কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকার ৪’শ জনকে ৫ কেজি করে ২ মেট্রিক টন বীজ ধান প্রদান করা হয়।

অপরদিকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ৩৭ টি প্রাতিষ্ঠানিক সরকারী জলাশয়ে ৪৪৫ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতারণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তি’র মাধ্যমে বিতারণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এসময়ে উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ,মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন সাহা,ইউআরসি ঈমান উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ তুহিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।