দোকান মালিক ও এলাকাবাসীর প্রতিরোধে ব্যর্থ
কপিলমুনির কাজিমুছা বাজারে দিনে দুপুরে সন্ত্রাসী কায়দায় কওছার আলী খাঁর তিনটি দোকান দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দোকান মালিক ও এলাকাবাসী ।
প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুরে উকিল খাঁ, জাকের খাঁ, মিস্টার খাঁর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল হাতুড়ি, লাঠি, রড, শাবল নিয়ে দোকানের মালামাল লুট করে নিতে যায় । এই সময় দোকান মালিক কওছার আলী খাঁ এবং এলাকাবাসী মিলে ঠেকাতে গেলে উকিল খাঁ গংরা তাদের উপর হামলা করে । এ সময় তাদের লাঠির আঘাতে কওছার আলী খাঁর ছেলে আহত হন । পরে স্থানীয়দের বাঁধার মুখে তারা পিছু হঠে বাধ্য হয়ে বাড়িতে ফিরে যায়। এখানে উল্লেখ্য গত ৬ আগষ্ট সন্ত্রাসী কায়দায় উক্ত তিনটি ঘর ভাংচুর করে দখল করে নেয় উকিল খাঁ গংরা ।
দখলের পরে কওছার আলী খাঁ পাইকগাছা সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করলে সেনাবাহিনী দখলদার উকিল খাঁদের সাথে সাথে তালা খুলে দিয়ে কওছার আলী খাঁর অনুকুলে দোকান বুঝে দিতে বললে তারা দোকানের তালা খুলে দিয়ে কওছার আলী খাঁর নিকট বুঝে দেয়। কিন্তু ৩০/৮/২৪ শনিবার পুনরায় আবার ও উক্ত দোকান দখল করতে আসলে দোকান মালিক ও এলাকাবাসী প্রতিরোধে ব্যর্থ হয়।
দোকান মালিক কওছার আলী খাঁ জানান, ২০ বছর ধরে আমার ক্রয়কৃত ও নিজের জমিতে ঘরবাড়ী ও দোকান করে বসবাস করে আসছি । কিন্তু গত ৬ আগষ্ট উকিল খাঁ গংরা আমার তিনটি ঘর দখল করলে আমি সেনাবাহিনীর সহায়তা ঘর ফেরত পাই। কিন্তু আবারও ৩০/৮/২৪ তারিখ শনিবার দুপুরে ঘর দখলের চেষ্টা করলে আমি গ্রামবাসীর সহায়তায় তাদের চেষ্টা ব্যর্থ করে দেয় ।
এই বিষয়ে অভিযুক্ত উকিল খাঁর কাছে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।