Print

Rupantor Protidin

যশোরের নয়া পুলিশ সুপার জিয়াউদ্দিনের যোগদান

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের নবাগত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ যোগদান করেছেন।

আজ শনিবার সকালে তিনি যশোরে এসে দায়িত্ব বুঝে নেন।

এ সময় পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার (সালামী) প্রদান করেন।

এরপর নয়া পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।