Print

Rupantor Protidin

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

সাম্প্রাতিক বন্যায় ১১ জেলায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ১১ জেয়ায় ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যা আক্রান্ত জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। তবে সিলেট জেলা থেকে প্রাপ্ত আজকের তথ্য মোতাবেক বন্যার পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৬৮টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৪৯২টি; ১১ জেলায় মোট ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে; ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪,৮০,৪৬৩ জন।

বন্যায় মারা গেছে এ পর্যন্ত ৫২ জন। এরমধ্যে পুরুষ-৩৯, নারী-৬ ও শিশু ৭। কুমিল্লা-১৪, ফেনী- ১৭, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৮, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজার ৩ জন, মৌলভীবাজার ১ জন মারা গেছে। এখনও নিখোঁজ রয়েছে ১ (মৌলভী বাজার)।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেয়ার জন্য মোট ৩,৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৫,০২,৫০১ জন আশ্রয় নিয়েছেন। ৩৬,৪৪৮টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দানের জন্য মোট ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।