Print

Rupantor Protidin

সাফ সেরাদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উল্লাস করেছে বাংলাদেশ। অধরা সেই শিরোপা জয়ের পর খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মিরাজুলের জোড়া গোল এবং রাব্বি ও পিয়াসের একটি করে গোলে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলেছে মারুফুল হকের শিষ্যরা।

বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ আসিফ মাহমুদ। তার ভাষ্য, ‘ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যেকোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’

ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের সব পর্যায়ে এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।