“পানি লাগবে পানি” বৈষম্য বিরোধী কোটা আন্দেলনে পুলিশের গুলিতে নিহত হওয়া সেই “মুগ্ধ” এখন “টিম মুগ্ধ” হয়ে ঝিনাইদহ মানুষের জন্য কাজ করে চলেছে । শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা জেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে । ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সেবা নিয়মিত পর্যবেক্ষণ করছে তারা । এখন বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে ঝিনাইদহ থেকে সূদূর ফেনি জেলায় ।
টিম মুগ্ধর সাথে কথা বলে জানাযায়, বন্যায় মানুষের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে তারা গত কয়েকদিনে রাস্তায় রাস্তায়, মানুষের বাড়ীতে বাড়ীতে যেয়ে ত্রাণের শুকনো খাবার, যেমন চাউল, ডাউল, চিড়া, বাতাসা, ড্রাই কেক, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, খেজুর, সাবান, লাইটার, মশার কয়েল, ঔষুধ, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ।
টিম মুগ্ধর সদস্য সোহাগ আহমেদ শুভ এবং এ্যানি জানান, মুগ্ধ তার মুগ্ধতা সারা দেশে ছড়িয়ে দিয়ে গেছে । আমরা চেষ্টা করছি তার এই আত্মদান যেন কোন ভাবেই মানুষ ভুলে না যায় । তাই আমরা আমাদের গ্রুপের নাম দিয়েছি টিম মুগ্ধ । এই গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২৫ জনের উপর । আমরা সবধরনের সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট রয়েছি । আমরা সবাই ঝিনাইদহের বাসিন্দা । টিম মুগ্ধর আরো দুই সদস্য ইফতি আহমেদ এবং ইলমা জানান, আমরা এবার ফেনি জেলার বানভাসিদের উদ্দেশ্যে ট্রাক ভরে ত্রাণ নিয়ে যাচ্ছি । গতকয়েকদিনে আমরা ব্যাপক সাড়া পেয়ে। ৩শ পরিবারের জন্য এই প্রয়োজনিয় জিনিষপত্র নিয়ে যাচ্ছি ।
টিমমুগ্ধর প্রধান রিফাত হাসান জানান, মুগ্ধ ভাই যা করেছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য তা সেই আত্মত্যাগ কখনই শোধ হবার না । আমরা চেষ্টা করছি তিনি যেভাবে পানি নিয়ে মানুষের পাশে দাড়িয়েছিলেন, আমরাও ঠিক সেভাবে দেশের এই ক্রান্তিলগ্নে বানভাসিদের পাশে দাড়াতে পারি ।
তিনি আরো বলেন, সব শ্রেণির মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে । একজন রিক্সওয়ালা, একজন ছোট বাচ্চাও আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ।