Print

Rupantor Protidin

খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনা জেলা আইনজীবী সমিতি থেকে প্রায় ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সমিতির বর্তমান সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- সমিতির সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, জেষ্ঠ্য আইনজীবী কাজী বাদশা মিয়া, সাবেক সভাপতির ব্যক্তিগত প্রতিষ্ঠান আমিন সামিন শিপিং লাইনসের ক্যাশিয়ার ইসতিয়াক।

মামলার এজাহারে বলা হয়েছে, সমিতির ব্যাংক হিসাব থেকে তিন কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে দুই কোটি ৪০ হাজার ৪৪০ টাকা আইনজীবীদের মাঝে বন্টন ও এক কোটি টাকার একটি এফডিআর করেন আসামিরা। বাকি ৭৩ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা আত্মসাত করেন তারা।

মামলার বাদী সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা জানান, ১৩ আগস্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত হয়। খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান বলেন, মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।