যশোরের চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভার অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৭আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা শাখার যৌথ আয়োজনে, নাগরিক উদ্যোগের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা বি ডি ই আর এমের সভাপতি প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে ও অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান লাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আজমিন আরা ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, লিপি খাতুন, শাহিদা বেগম, অশ্রুমোচন মহিলা ও শিশু বিষয়ক সংস্থার সমন্বয় কারী সুমিত্রা সরকার, হিসাবরক্ষক অলোক দাস, বিশ্বনাথপূর দাসপাড়া,মুক্তদাহ দাসপাড়া, হয়াতপুর সাতরাপাড়া, নিয়ামতপুর পালপাড়া গ্রামের দলিত জনগোষ্ঠীর নারী পুরুষ উপস্থিত ছিলেন।