Print

Rupantor Protidin

আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেলেন সাকিব

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৪ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

হত্যা মামলা মাথায় নিয়ে খেলেন রাওয়ালপিন্ডি টেস্ট। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে সাকিব আল হাসান অবদান রাখেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে। এতে পাশে পাচ্ছেন অনেককেই।

তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পেয়েছেন দুঃসবাদ। অশোভন আচরণের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলায় বল করছিলেন সাকিব। স্ট্রাইকে ছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের ৩৩ ওভারে প্রথম বল করার পর দ্বিতীয়টির জন্য রানআপের শেষ মাথায় যান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

শুরুতে বল মোকাবিলার জন্য প্রস্তুত হলেও পরে কোনো এক কারণে পেছনে ফিরে কী যেন দেখছিলেন রিজওয়ান। এতে মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব। ক্ষোভে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারেন তিনি। বেশ খানিকটা লাফিয়ে বল তালুবন্দি করেন উইকেটকিপার লিটন কুমার দাস।
সাকিবকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফাহিম। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ম্যাচ অফিসিয়ালরা। আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-ওয়ান লঙ্ঘন করেছেন তিনি।

এর সর্বোচ্চ শাস্তি তিরস্কার ছাড়াও ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়ে তাকে। এ ছাড়া গত ২৪ মাসের মধ্যে এটি প্রথম অপরাধ হওয়ায়, তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি রঞ্জন মদুগাল্লের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এ দিকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুদলকেই। পাকিস্তানের ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আর ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বাংলাদেশের।