Print

Rupantor Protidin

সাতক্ষীরায় জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৪ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

শ্রীকৃষ্ণের ৫২৫০ জন্মাষ্টমী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ আগস্ট )সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড, সোমনাথ ব্যানার্জী, গৌর চন্দ্র দত্ত,সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিবপদ গাইন, অসীম কুমার দাস সোনা, প্রভাষক বাসুদেব সিংহ, কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা দীনবন্ধু মিত্র, সহ-সভাপতি সমরেশ কুমার দাস সহ ভক্তবৃন্দরা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য নগদ অর্থ সংগ্রহ ত্রাণ তহবিল গঠন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।