Print

Rupantor Protidin

টিএসসিতে ৬ ঘণ্টায় সংগ্রহ ৮৪ লক্ষ টাকা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টা থেকে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয়ভাবে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গণত্রাণ সংগ্রহের তৃতীয় দিন আজ রবিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগদ সংগ্রহ হয়েছে ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিএসসি থেকে নগদ সংগ্রহ সব মিলিয়ে ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা।