Print

Rupantor Protidin

বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে পুলিশ ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, এনডিসির নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল শনিবার (২৪ আগস্ট) বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।