সোমবার বিকালে অনুষ্ঠিত সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ১৪ই অক্টোবর রাজধানীর নয়াপল্টনে তিন ঘণ্টার অনশন করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে তিনি বলেন, ‘আমরা এই কথা বহুদিন ধরে বলছি। তার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনই করেননি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। দেশের মানুষ এত বোকা নয়। তারা বুঝেছে শেখ হাসিনার প্রধান প্রতিদ্ব›দ্বী খালেদা জিয়া। তাকে যদি আটক রাখা যায় তাহলে তারা (সরকার) অবৈধ শাসন টিকিয়ে রাখতে পারবে। আজকে তাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। দেশের মানুষ পরিষ্কার জানিয়ে দিতে চাই, খালেদা জিয়ার কিছু হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।’
মির্জা ফখরুল বলেন, আজ সকালে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের চিকিৎসকরা পরিষ্কার করে বলেছেন, দেশে যা যা করার দরকার করা হয়েছে সবই করা হয়েছে, এখন তাকে সুস্থ করতে হলে বিদেশে না নেয়া ছাড়া বিকল্প নেই। খালেদা জিয়া দেশে সহনশীল রাজনীতি সৃষ্টি করেছিলেন। সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে কীভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে, সেটা আজকে ডাক্তারের বক্তব্যে পরিষ্কার হয়েছে। আর বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত ও সুচিন্তিতভাবে হত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে।