Print

Rupantor Protidin

যশোরে বিডিআর চাকুরিচ্যুত সদস্যদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

চাকরি ফেরতসহ ছয় দফা দাবিতে যশোর ও খুলনা বিভাগের ১০ জেলার চাকরিচ্যুত তৎকালীন বিডিআর জোওয়ানরা প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে। এরপর তারা একই দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত তারা প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে অবস্থান নেন। চাকরি হারানো সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত চাকরি হারানো তৎকালীন বিডিআর সদস্যগণ জানান, তাদেরকে পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে বিডিআর হত্যাকান্ড মামলায় জড়িয়ে চাকরি কেড়ে নেয়া হয়। তাদের বিরুদ্ধে দেয়া সব অভিযোগ মিথ্যা ছিল বলে তারা দাবি করেন। চাকরি হারিয়ে ২০০৯ সাল থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন। কুচক্রী মহলের দ্বারা প্রভাবিত হয়ে সরকার হাজারো সদস্যদের চাকরি কেড়ে নিয়েছিল।

মানববন্ধন থেকে তাদের ছয় দফা দাবিগুলো হচ্ছে, নিরপরাধ সদস্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, অন্যায় না করেও যারা জেলে বন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, যেসব সেনা অফিসার পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন সেই সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার করতে হবে, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি শহীদ সেনা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকরি হারানো তৎকালীন বিডিআর জোয়ান যশোরের অহিদুল ইসলাম খান, ঝিনাইদহের আসাদুজ্জামান, চুয়াডাঙ্গার মফিজুর রহমান ও মোজাম্মেল হোসেন, হাবিলদার মনিরুজ্জামান, সিপাহী ইউসুফ মিয়া, পরিবারের পক্ষে তানভীর জামান রক্তিম, তিথিয়া মনির প্রমুখ।

তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ষড়যন্ত্রমূলকভাবে বিডিআর হত্যাকান্ড মামলায় অবৈধ বিচারের মাধ্যমে যে সকল নিরীহ সদস্যদের চাকরি খাওয়া হয়েছে সকলের চাকরি ফেরত দিতে হবে। মানববন্ধন থেকে বলা হয় এদিন দিনাজপুরেও একই কর্মসূচি পালন হচ্ছে। খুলনা বিভাগের ১০ জেলায় পাঁচ শতাধিক তৎকালীন বিডিআর সদস্য চাকরি হারিয়ে বর্তমানে পথে পথে ঘুরছেন।