Print

Rupantor Protidin

ঝিনাইদহে ছাত্রদলের শোক র‍্যালি

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২৪ , ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে জেলা ছাত্রদলের শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । আজ দুপুরে পিলখানা হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠা হত্যা, শাপলা চত্বরে নিরিহ মানুষদের গণহত্যা, গত ১৫ বছরে অসংখ্য সাধারণ মানুষকে গুম, খুন, হামলা, মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদে এ শোক র‍্যালি অনুষ্ঠিত হয় ।

র‍্যালিটি শহরের এইচএসএস সড়ক থেকে শুরু হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে যেয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ সহ আরও অনেকে।

এ সময় বক্তারা, গত ১৫ বছরে বিগত খুনি হাসিনার সরকার যে নারকীয় হত্যাকান্ড, খুন, গুম, নির্যাতন চালিয়ে গেছে তার সব ঘটনার বিচার দাবী করেন। তারা আরো বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও স্থানীয়ভাবে যারে জড়িত দ্রুত আইনের আওতায় নিতে হবে । সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে ।