যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ ২ হাজার ৯০৪ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষাবোর্ড থেকে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব কৃতি শিক্ষার্থীদের তালিকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে প্রকাশিত হয়েছে।
শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম জানান, যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় ২ হাজার ৯০৪ জন বৃত্তি পেয়েছে। তারমধ্যে ৩৭৪ মেধাবৃত্তি ও ২ হাজার ৫৩০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। প্রতিমাসে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা ৬০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা ৩৫০ টাকা পাবে।