Print

Rupantor Protidin

আছাদুজ্জামান ও হারুনের অবৈধ সম্পদের তদন্ত শুরু

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৪ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের কী পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে সংস্থাটি।

রবিবার (১৮ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানান হয়। সূত্র জানায়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়েও তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।