Print

Rupantor Protidin

পাইকগাছায় ঘের দখলকালে বাসাবাড়ি ভাংচুর ও আড়াই কোটি টাকা ক্ষতির অভিযোগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় ৭’শ বিঘার চিংড়ী ঘের দখল কালে বাসাবাড়ি ভাংচুরসহ আড়াই কোটির টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার বেলা ১১ টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘের মালিক শেখ আনারুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৫ আগষ্ট সকালে বারই ডাংগা গ্রামের আয়ুব আলী গাজীর নেতৃত্বে শতাধিক লোক আমার মাছের ঘের দখল করতে যায়। এসময় আমার ঘেরের পাকা কাঁচা ঘর ভাংচুর করে।লুপট করে মাছ,ছাগল,মাছের খাবার আসবাবপত্র ও নগদ টাকা। যাতে আড়াই কোটির বেশি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এসময় তারা ঘেরের কর্মচারীদের বেধম মারপিট করে।

এ ব্যাপারে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে শেখ আনারল ইসলাম জানান আয়ুব আলী গাজী ২০২০ সালে ৭৪ বিঘা জমি ডিডমুলে রেজিষ্ট্রেশন করেন জমির মালিকদের কাছ থেকে। যা পরবর্তীতে আমার নিকট লাভ সাড়ে ৩ লাখসহ ১১ লাখ ৯ হাজার টাকা নিয়ে ডিড হস্তান্তর করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে প্রতিপক্ষ আয়ুব আলী জানান,আমরা কোন ক্ষয়ক্ষতি করিনি। তবে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে হরিলুট করেছে এটা সত্য।