Print

Rupantor Protidin

১১ বছরের কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৪ , ১০:১৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

মুম্বাইয়ের কান্দিভালিতে ১১ বছরের এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী। এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের অভিযোগ অনুসারে, গত জুলাইয়ে ওই শিক্ষার্থী এ যৌন হেনস্তার শিকার হয়। পরে বুধবার সে তার অধ্যক্ষকে এ অভিযোগ দিয়ে বলে, অভিযুক্ত শিক্ষক তার ক্লাসের পরে তাকে ডেকেছিলেন এবং তাকে অন্যায়ভাবে স্পর্শ করেছিলেন।

এরপর অধ্যক্ষ ওই শিক্ষার্থীর মা-বাবাকে বিষয়টি জানালে তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন। পুলিশ জানায়, শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স আইনে একটি মামলা করা হয়েছে। জবানবন্দি রেকর্ড করতে ওই শিক্ষককে তলব করা হয়েছে।
প্রমাণের জন্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

গণমাধ্যমের তথ্যানুসারে, সম্প্রতি কলকাতার একটি সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক তোলপাড়ের মধ্যেই এ ঘটনাটি ঘটে।

সারা দেশে নারীরা তাদের জন্য নিরাপদ পরিবেশের দাবি করছে। সেটি হোক স্কুল, কর্মক্ষেত্র বা রাস্তা।