Print

Rupantor Protidin

শার্শায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের শার্শায় আন্তর্জাতিক যুব দিবস (২০২৪) উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নাভারন রেল বাজার, শাহীদা জামান সুপার মার্কেটে, সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা করা হয়।

সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। এ সময় শার্শা উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সহযোগিতায় ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর শার্শা, যশোর।