Print

Rupantor Protidin

ইবি শিক্ষার্থীদের ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ৬:১১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

দেশব্যাপী চলমান সংস্কার কাজের অংশ হিসেবে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেয়।

সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রধান ফটকের সামনে জড়ো হয়। পরে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ শেষে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। এসময় শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন এলাকা, ডায়না চত্ত্বর, ঝাল চত্ত্বর, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিষ্কার করেন।

এসময় ক্লিন ক্যাম্পাস কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশের প্রত্যাশা করি। আর সেটা আমাদের হাত ধরেই গড়ে উঠবে বলে মনে করি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন শেষে এখন দেশ সংস্কারের কাজ চলছে। আমরা ইবি শিক্ষার্থীরাও দেশ সংস্কারের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি।’