Print

Rupantor Protidin

রায়পুরে জামায়াত-শিবিরের বিশাল মি‌ছিল ও সমাবেশ অনু‌ষ্ঠিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ৫:৩৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে যোগ দেন কয়েক হাজার মানুষ। হাজারো মানুষের এই ঢল রুপ নেয় জনসমুদ্রে।

রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর স্যাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

বিশেষ অতিথি জেলা সেক্রটারী ফারক হোসেন নূরনবী, জেলা কর্ম পরিষদ সদস্য মাষ্টার ইসমাইল, অধ্যাপক মনির আহাম্মদ, উপজেলা সেক্রটারী এড: আ: আউয়াল রাসেল, পৌরসভা আমীর হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি অ্যাডভোকেট কামাল উদ্দিন। জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি সাইফুর রহমান রাকিব। শহীদ ওসমান গনির বাবা আবদুর রহমান প্রমূখ ।