Print

Rupantor Protidin

অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

কেশবপুরে পুড়িয়ে দেওয়া সরকারি অফিস

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৯:১৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় দুর্বৃত্ত কর্তৃক ভাংচুর করাসহ পুড়িয়ে দেওয়া অন্যান্য সরকারি অফিস শনিবার পরিদর্শন করলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসব কার্যালয় পরিদর্শন করেন।

জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে ছাত্রদের আন্দোলনের ভেতর দুর্বৃত্তরা হামলা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাংচুর করে। এ ছাড়া উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, মৎস্য অফিস, হিসাবরক্ষণ অফিস ও উপজেলা পরিষদ মিলনায়নতনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। একই সময়ে অন্যান্য সরকারি অফিস ব্যাপক ভাংচুর করা হয়।

এর পাশাপাশি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারের (ভ‚মি) সরকারি গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে থাকা অর্ধশতাধিক মোটরসাইকেল ভাংচুর করাসহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

সরকারি অফিস পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহিন আহসান প্রমুখ।