Print

Rupantor Protidin

পাইকগাছায় বিএনপির মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ছাত্র-জনতার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি : ডা. মজিদ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে, এমন গুজব ছড়িয়ে পরিবেশ অশান্ত করার চক্রান্ত হচ্ছে। যে দোষ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতা/কর্মীদের সতর্ক করার দাবীতে পাইকগাছায় বিএনপির এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের সঞ্চলনায় রবিবার সকালে উপজেলার জিরোপয়েন্ট থেকে মিছিল নিয়ে পৌরসদরের পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা লাকী। পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।

এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তফা মোড়ল, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন ডাবলু, এ্যাডভোকেট জি এম আঃ সাত্তার, এডভোকেট সুমন আহমেদ, কৃষক দলের সভাপতি মো. মেছের আলী সানা।

পথ সভায় প্রধান অতিথি বলেন, একটি সুযোগ সন্ধানী গ্রুপ নির্যাতন, লুটপাট, দখল চালাচ্ছে যারা আমাদের দলের কেউ না। এছাড়াও তিনি বলেন ছাত্র-জনতার ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি যার কৃতিত্ব তাদের একারণে পাইকগাছা বিএনপি পক্ষ থেকে তাদের প্রতি হৃদয়ের সমস্ত ভালবাসা ও স্বাধীনতা উৎসর্গ করলাম।