Print

Rupantor Protidin

সরকার পতনের পর এ জেনো প্রতিযোগিতা চলছে পদত্যাগের

আপিল বিভাগের আরো ৪ বিচারপতির পদত্যাগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১০, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

এ যেনো পদত্যাগ এর বৃষ্টি, সরকার পতনের পর এ জেনো প্রতিযোগিতা চলছে পদত্যাগের ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরো চারজন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া সাংবাদিকদের বলেন, তারা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা স্বেচ্ছায় তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।’ এর আগে সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সকালে সুপ্রিম কোর্ট ঘেরাও করেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থী, আইনজীবীসহ আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ করেন।