Print

Rupantor Protidin

মোহাম্মদপুর থেকে এক বস্তা পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১০, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার বিকেল ৩টার দিকে হাউজিংয়ের মুজিবুরের গাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে শেরে-বাংলা নগর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ কিছু দেশীয় অস্ত্র। অস্ত্রগুলোর মধ্যে কিছু সচল এবং কিছু মরিচা ধরা ছিল।

তিনি বলেন এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে, সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন। অন্যথায় কয়েক দিনের মধ্যে ঘোষণা আসলে আমরা অস্ত্র কারও কাছে পেলে তাদের শাস্তির আওতায় আনা হবে।