Print

Rupantor Protidin

পুলিশ স্টেশন ও শাহজালাল বিমানবন্দরের দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৪ , ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।