Print

Rupantor Protidin

কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি

বিচারপতিদের পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৪ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে শপথ ভঙ্গ করার অভিযোগ এনে এক সপ্তাহের মধ্যে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলন থেকে এ অনুরোধ করা হয়।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গাতে অনেক বিচারপতি শপথ অনুযায়ী বিচার করেননি, তারা রাজনীতি করেছেন। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতি উৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন।

আওয়ামী লীগ নেতাদের অনেক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ থাকার পরও প্রত্যেককে খালাস দিয়ে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, অথচ একই কোর্ট বিএনপি নেতাদের সাজা দিয়েছেন। যারা এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছেন, তারা শপথ ভঙ্গ করেছেন। আমি দাবি জানাচ্ছি, আপনারা বিচার করার অনুপযুক্ত। যারা এসব করেছেন এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। যারা এসব করেছেন তারা দয়া করে পদত্যাগ করুন। নয়তো তাদের নাম বলে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

একইসময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার খোকন বলেন, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি আছে। সে চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সে ব্যবস্থা নিতে হবে। এসময় তিনি কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানান।