চলমান পরিস্থিতিতে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর সংস্থাটি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করল।
মঙ্গলবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের জানুয়ারিতে বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ দেয় আইএমএফ। সংস্থাটি জানিয়েছে, সরকার পতনের পর বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি প্রদানে কাজ করে যাবে তারা।
একইসঙ্গে সরকার পতনের আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আইএমএফ।