ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।
বৈঠকে জয়শঙ্কর জানান, শেখ হাসিনা কোথায় যাবেন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাকে বেশ কিছুটা সময় দেয়া হয়েছে। তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা এখনো ভারত সরকারকে জানাননি। সময় নিয়ে উনি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ভারত সরকার তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ স্থির করবে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশ প্রসঙ্গে সর্বদলীয় বৈঠকে উপস্থিত সব দলই কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছে। এ বিষয়ে তারা কেন্দ্রের পাশে থাকবে বলেও জানিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীও একই অবস্থান নিয়েছেন।
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর বাংলাদেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে। সেনার নেতৃত্বে সেখানে তদারকি সরকার গঠিত হবে। পরিবর্তিত এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করাই দিল্লির লক্ষ্য বলে জানিয়েছেন জয়শঙ্কর।
সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তিনি বিমানে উড়ে গেছেন ভারতে। গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নেমেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। রাতে সেখানেই ছিলেন বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন।