Print

Rupantor Protidin

লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কুবি শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৪ , ৫:২৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম। গতকাল (৫ আগস্ট) লংমার্চে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে সাভারে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়।

এবং আজ (৬ আগস্ট) সকাল ৯টায় মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাইয়ূম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হলপিটাল পার্শ্ববর্তী টগর মুড়ার মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

এসব তথ্য নিশ্চিত করে নিহতের বড় ভাই মোহাম্মদ কাউসার বলেন, “আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তাঁর গায়ে গুলি লাগে। সেই গুলিতে কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিল। আজকে ডাক্তার বললো আনার ভাই আর বেঁচে নেই। আমার একটা মাত্র ছোট ভাইটাকে হারাইলাম। আল্লাহর এটা কেমন বিচার !