Print

Rupantor Protidin

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনসহ বিভিন্ন স্থানে আগুন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৫, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে সেখান দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীদের নানা স্লোগান দিতে দেখা যায়।

এ ছাড়া রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তাই-না, আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

এদিকে রাজধানী ঢাকার বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদল মানুষকে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করতে দেখা গেছে।
শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পেয়ে উল্লাস প্রকাশের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় গণভবনে ঢুকেও লুটপাট করা হয়। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুরবিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করেছেন তারা।

সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।
এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই তাকে হত্যা করা হয়। পরে এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রক্ষণাবেক্ষণ করছিল আওয়ামী লীগ সরকার।