Print

Rupantor Protidin

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা গাড়ি ভাঙচুর করে

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু সময় পর মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে।

নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছলে মেয়র গলিতে শিক্ষামন্ত্রী চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা গাড়িও ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

জানতে চাইলে আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শিকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকাল রোববার থেকে অসহযোগ আন্দোলন করবেন তারা। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।