Print

Rupantor Protidin

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

রবিবার থেকে সিটি কর্পোরেশন এলাকা ছাড়া সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে আগামীকাল (রবিবার) থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৩ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
আরো পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে না যেতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এর আগে গত ৩১ জুলাই দেশের সব সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী রবিবার থেকে খুলবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।

তার আগে, কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে ৮টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়। পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ জুলাই থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।