Print

Rupantor Protidin

পাইকগাছায় অবহেলিত রাস্তার সংস্কার করলেন, চেয়ারম্যান প্রার্থী সোহাগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের প্রায় দীর্ঘ দেড় যুগের অবহেলিত রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসএম শাফায়াত হোসেন সোহাগ।

জানা গেছে, লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পাড়া গ্রামের দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকার শত শত মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। এমতাবস্থায় স্থানীয় যুবকেরা শাফায়াত হোসেন সোহাগ’কে রাস্তাটি সংস্কারের জন্য দাবী জানান। ফলসরুপ চেয়ারম্যান প্রার্থী সোহাগ বিষয়টি আমলে নিয়ে ও জন ভোগান্তির কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করলেন।

এদিকে চেয়ারম্যান শাফায়াত হোসেন সোহাগের এমন জনস্বার্থ মূলক কাজের জন্য স্থানীয় ডাঃ পরিতোষ, পলাশ, চিত্ত রঞ্জন কবিরাজ,রাকেস অত্র এলাকাবাসী কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লস্কর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে এসএম শাফায়াত হোসেন সোহাগ সামান্য ভোটে পরাজয় করেছিলেন। তবুও থেমে থাকেনি তার সেবা মূলক কার্যক্রম। তিনি নিরলসভাবে ইউনিয়ন বাসীর বিভিন্ন সেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী এসএম শাফায়াত হোসেন সোহাগ এ প্রতিনিধি’কে জানান আল্লাহ পাক আমাকে যতোদিন বাঁচিয়ে রাখেন ইউনিয়ন বাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ।