Print

Rupantor Protidin

শিল্পীদের নিয়ে হতাশা, প্রকাশ অভিনেত্রী সাদিয়া আয়মানের

স্ক্রিনে দেখে মুগ্ধ হয়েছি এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে বিস্মিত’

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন শিল্পীরা। দৃশ্যমাধ্যমের শিল্পী সমাজ ব্যানানের ‘কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমনপ্রক্রিয়া ও গুলিতে ছাত্র-জনতা হত্যার’ প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে হত্যার বিচার চেয়েছেন তারা।

অন্যদিকে একই দিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শন করেছেন চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের শিল্পী-পরিচালকেরা। এ সময় বিটিভিতে ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন কিছু শিল্পী।

সাধারণ শিক্ষার্থীদের হত্যা নিয়ে প্রতিবাদ না করে বিটিভি প্রাঙ্গণে যাওয়া শিল্পীদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরেছেন । অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সাথে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক।

তিনি আন্দোলনে প্রাণ ঝরানোর বিষয় উল্লেখ করে বলেন, ‘এতোগুলো ছাত্র, ছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেলো তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারো দুঃখ প্রকাশ করলেন না। একবারো এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেনো? কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না। তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবেনা, স্বার্থ হাসিল হবেনা এবং ক্ষমতাও পাবেন না।
তাই কি?’

তিনি আরও বলেন, ‘নিজেদের লাভ লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথা গুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। জেনারেশন টু জেনারেশন জানবে ৯০ দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত! দুঃখের সহিত জানাচ্ছি যে আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবেনা।’