Print

Rupantor Protidin

সিলেট

হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় শ্রমিক। শুক্রবার (২ আগস্ট) তার মৃত্যুর কথা নিশ্চিত করে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার জানান, নিহত যুবকের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে।

মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তার মৃত্যু হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেন, মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল। সেটা গুলি কি না, পরে জানানো যাবে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এর আগে বেলা তিনটার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাড়ি ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’-এর অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের বোর্ড মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্য দলের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ সেখানে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালালে দুই দিক দিয়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে আসতে থাকেন।