Print

Rupantor Protidin

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। ভোররাতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে জিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাব জানায়, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। সে সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ৮১ বোতল ফেন্সিডিল।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ।