Print

Rupantor Protidin

লন্ডনের ব্যবসায়ীর সঙ্গে কৃতি স্যাননের অন্তরঙ্গ ছবি ফাঁস

প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৪ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

এবার গুঞ্জন উঠেছে লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে মত্ত রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। কয়েকদিন ধরেই খবরে রয়েছে লন্ডনের ওই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কৃতি।

গুঞ্জন বলছে, লন্ডনের ব্যবসায়ী কবির বাহিয়ার প্রেমেই একেবারে হাবুডুবু খাচ্ছেন কৃতি। এই কবিরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে মধ্যেই লন্ডনে উড়াল দেন তিনি।

জানা গেছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে পরিচয় অভিনেত্রীর। তারপর বন্ধুত্ব থেকে প্রেম। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল কৃতি ও কবিরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও। সূত্র বলছে,  এই কবির বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডের খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবির ।  এবার হোলি কবিরের সঙ্গেই কাটিয়েছেন কৃতি।

তবে কৃতি মনে করেন তিনি সিঙ্গেলই। সম্পর্কে যাওয়ার চেয়ে ক্যারিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে । তাই প্রেমের কোনো সুযোগই নেই। এর আগে বলিউডে পা দেয়া পর পরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতি স্যাননের। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতি।

কিন্তু চূড়ান্তভাবে কে কৃতির প্রেমিক, তা নিয়ে ধোঁয়াশা। আবার গুঞ্জন ছিল, দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গেও নাকি তার মনের মিলন ঘটেছে। কিন্তু সেই গুঞ্জনেও পানি ঢাললেন কৃতি।