Print

Rupantor Protidin

বিএনপি নেতা নীরব-শিমুলসহ ৭ জন রিমান্ডে

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৪ , ৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা সাইফুল আলম নীরব ও শিমুল বিশ্বাসসহ ৭ জনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া অন্য আসামিরা হলেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

এদিন শিমুলসহ ৭ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় গত ২৫ জুলাই তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন তাদের রিমান্ডে শেষে আদালতে হাজির করে রামপুরা থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

কোটা আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে এ হামলার ঘটনা হয়। আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে পরদিন রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।