Print

Rupantor Protidin

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৪ , ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের (তিন মেয়ে) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রবিবার অনুসন্ধানে দুদক বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য এবং কয়েকটি ব্যাংক হিসাবে তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন দেয়।

ওই প্রতিবেদন আমলে নিয়ে আদেশ দেন হাইকোর্ট। আদালতে দুদকের প্রতিবেদনটি তুলে ধরে শুনানি করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম সারোয়ার হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। বেনজীর আহমেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান নিয়ে অগ্রগতি প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে দুদককে অনুসন্ধান চালিয়ে যেতে বলেছেন। আগামী ৫ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। এর মধ্যে ফের অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত। আর অভিযোগের প্রমাণ মিললে দুদককে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। রিটকারী ও রাষ্ট্রপক্ষও উচ্চ আদালতের এ আদেশ নিশ্চিত করেন।