Print

Rupantor Protidin

পাইকগাছায় ফল মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৪ , ৮:৩২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত ফল মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস।

কৃষি অফিসার অসীম কুমার দাশের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, অনিতা রাণী মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক মইনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।