Print

Rupantor Protidin

জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি’রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৪ , ৬:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী ২ আগস্ট বিশ্ববরেণ্য শিক্ষাবিদ জগদ্বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়) এর ১৬৩’তম জন্মবার্ষিকী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মো. ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, অনিতা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিদ গোলদার, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মৎস্য আড়ৎদারি সমিতির সভাপতি মো. জাকির হোসেন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, শিক্ষক আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, খুলনা জেলার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়লী গ্রামে পিসি রায় জন্ম গ্রহণ করেন। বাবা জমিদার হরিশ চন্দ্র, মাতা ভুবণ মোহিনীর ছেলে তিনি। তিনি একাধারে ছিলেন রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দানবীর, সমাজসেবক, রাজনীতিবীদ, দার্শনিক, অর্থনীতিবীদ ও সমবায় দর্শনের প্রবক্তা।

এছাড়াও দেশ বিদেশে রয়েছে তাঁর অসংখ্য প্রতিষ্ঠান। ১৯৪৪ সালে ১৬ জুন তার জীবনাবসান ঘটে। জগদ্বিখ্যাত এ বিজ্ঞানী ছিলেন চিরকুমার। তাঁর জীবনের অর্জিত সমস্ত সম্পদ- সম্পত্তি মানব কল্যাণে দান করে গেছেন।