Print

Rupantor Protidin

সহিংসতায় ড. ইউনুসসহ বিবৃতিদাতাদের সম্পর্ক আছে কিনা দেখা দরকার: ওবায়দুল কাদের

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৪ , ৬:২৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলন ও সাম্প্রতিক সংঘাতের সঙ্গে ড. ইউনুসসহ বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা তা ভেবে দেখা দরকার।

রবিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, যুদ্ধ চলছে দেশে ও বিদেশে, সেখানে আজ ওয়ান ইলেভেনের মতো কুশীলব ড. ইউনুস যোগ দিয়েছেন। তিনি আগে গোপনে দেশের বিরোধিতা করলেও এখন প্রকাশ্যে করছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নতুন নির্বাচনের দাবি করছেন।