Print

Rupantor Protidin

পরিকল্পনায় ফ্যাশন ২

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৪ , ৯:৩৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

বলিউড নির্মাতা মধুর ভান্ডারকর। নির্মাণে তাকে আর এখন সেভাবে দেখা যায় না। সবশেষ ওটিটিতে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। একটির নাম ‘বাবলি বাউন্সার’ আরেকটি ‘লকডাউন’। দুটিই মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এরপর আর নির্মাণে দেখা যায়নি এ নির্মাতাকে। এবার বলিউড হাঙ্গামার তথ্যমতে, ২০০৮ সালে মুক্তি পাওয়া তার আলোচিত সিনেমা ‘ফ্যাশনে’র সিক্যুয়েল নিয়ে আসছেন এ নির্মাতা।

সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন মধুর ভান্ডারকর। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র ভারতীয় এ গণমাধ্যমকে জানান, মধুর ভান্ডারকর বর্তমানে ফ্যাশন সিক্যুয়েলের জন্য স্ক্রিপ্ট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এর গল্প লেখা হবে সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিবর্তন। ১৬ বছর আগে এই ইন্ডাস্ট্রি কেমন ছিল, সেটিই নতুন সিনেমার গল্পে তুলে ধরা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যাশন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতকে। সিক্যুয়েলেও তাদের দুজনকে দেখা যাবে কি না, এ বিষয়েও জানতে চাওয়া হয় সূত্রের কাছে। তবে তাদের অভিনয়ের বিষয়ে নিশ্চিত না করলেও জানিয়েছেন, চমক অবশ্যই থাকবে। ইঙ্গিত দিয়েছেন, এটিও হতে যাচ্ছে তারকানির্ভর একটি সিনেমা।

সূত্রটি আরও জানান, সিনেমাটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন স্টুডিওর সঙ্গে যোগাযোগ করছেন মধুর। কাজটি নিয়ে আগ্রহও দেখিয়েছেন অনেকে। এ ছাড়া ভারতীয় বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মও তার সঙ্গে যোগাযোগ করেছে। অনেকেই এটিকে সিরিজ আকারে নির্মাণের পরামর্শ দিয়েছেন। তবে নির্মাতা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানাননি।

এ সিনেমায় অভিনয়ের জন্য সে বছর জাতীয় পুরস্কারও পান প্রিয়াঙ্কা ও কঙ্গনা। তবে বর্তমানে দুজনের ব্যস্ততাই বেড়েছে। তাই সিক্যুয়েলে তাদের থাকার বিষয়ে অনেকটা অনিশ্চিত বলেও ইঙ্গিত দেন এ সূত্র।

২০০৮ সালে মুক্তি পাওয়া ফ্যাশন সিনেমায় প্রিয়াঙ্কা ও কঙ্গনা ছাড়া আরও অভিনয় করেন মুগধা গডসে, অর্জন বাজওয়া, সমির সোনি, আশ্বিন মুশরান, রোহিত রায় ও আরবাজ খানের মতো তারকা।