Print

Rupantor Protidin

উপশহর কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ শিক্ষা বোর্ডের

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

এইচএসসি পরীক্ষা চলাকালে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় যশোর উপশহর ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ করা হয়েছে। তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে।

বোর্ড সূত্র জানায়, গত ৯ জুলাই এইচএসসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে উপশহর ডিগ্রি কলেজে দেবাশীষ ও রণজিত নামে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা এ ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে ১০ জুলাই ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ করা হয়।

এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার ২০ মিনিট পরও উত্তরপত্র জমা দিচ্ছিল না। তাদের কাছ থেকে খাতা নেয়ার জন্য হয়তো একটু বকা দিতে পারে অভিযুক্ত কক্ষ পরিদর্শক। দেবাশিষ নামের কেউ কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেননি। প্রভাষক রণজিৎ নামে এক কক্ষ পরিদর্শকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ করা হয়েছে। শোকজের জবাবের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।