Print

Rupantor Protidin

পাইকগাছায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৪ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী প্রান্তিক জনগোষ্ঠীরদের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা মোটর ষ্টান্ড মোড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি রশীদুজ্জামান বলেন, দেশের সংকট মুহুর্তে গরীব মানুষের চিন্তা করে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ও তাহার নির্দেশনা মতে আমরা প্রান্তিক জনগোষ্ঠীরদের মাঝে খাদ্য পৌছে দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে।

সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মোহসীনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আঃ,ওয়াহাব বাবুলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী, ইউপি চেয়ারম্যান আ.মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খোকন, স্নেহেন্দু বিকাশ,

দলিল লেখক সমিতির সভাপতি বজলুর রহমান, এসএম শাহাবুদ্দিন শাহিন,সাবেক ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সুকুমার ঢালী, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, প্যানেল চেয়ারম্যান পিযুষ কুমার মন্ডল, আজিজুর রহমান লাভলু, ওয়ার্ড সদস্য শেখর ঢালী,আবুল কালাম,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম, মোজাম সানা,নজরুল মোল্লা,মনিরুজ্জামান বাচ্চু,দীপক মন্ডল,আ. সামাদ,প্রশান্ত মন্ডল,কিরন ঢালী সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সুবিধাভোগীরা।