নারী এশিয়া কাপ
সুযোগ ছিল ২০১৮ সালের সুখকর স্মৃতি পুনরুদ্ধারের। সেবার ভারতকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় টুর্নামেন্টির ফাইনালে খেলা হলো না বাংলাদেশের। ভারতের সঙ্গে ১০ উইকেটের লজ্জার পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের। এমন হারের পেছনে টপ-অর্ডারের দায়ও দেখছেন টাইগ্রেস অধিনায়ক।
ভারতের সঙ্গে হারের পর জ্যোতির ভাষ্য, ‘আমরা বুঝতেই পারিনি, আমরা কী করতে চেয়েছিলাম। পাওয়ারপ্লে’তে অনেকগুলো উইকেট হারানো কষ্টদায়ক। যখন টপ-অর্ডার রান করতে ব্যর্থ হয়, তখন দলের পক্ষে রান তোলা কঠিন। এর সঙ্গে মানসিক বিষয়ও আছে।’
ব্যাটারদের ব্যর্থতা নিয়ে টাইগ্রেস অধিনায়কের মন্তব্য, ‘তারা শট খেলতে সক্ষম। কিন্তু ভারতের বিপক্ষে তারা ভিন্নভাবে খেলেছে। আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে, কেননা আমরা ম্যাচগুলো হেরে যাচ্ছি। বিশ্বকাপের আগে আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’
এদিকে টপ-অর্ডার ও মিডল-অর্ডারের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের মাঝেও আলাদাভাবে নজর কাড়েন স্বর্ণা আক্তার। দলীয় বিপর্যয় সামলে ২ বাউন্ডারিতে ১৮ বলে ১৯ রানের দায়িত্বশীল ইনিংস সাজান এই অলরাউন্ডার। তবে ম্যাচ শেষে তাকে নিয়ে আক্ষেপের বাণী শোনালেন টাইগ্রেস অধিনায়ক।
জ্যোতি বলেন, ‘স্বর্ণা অনূর্ধ্ব-১৯ থেকে এসেছে। শেষ পাঁচ-ছয় ওভারে সে তার সামর্থ্য দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্ট্রাইক পায়নি।’